Dube Dube Lyrics (ডুবে ডুবে) Tanjib Sarowar Song
![]() |
| Tanjib Sarowar |
| Song : | Dube Dube |
| Flim : | Album |
| Singer : | Tanjib Sarowar |
| Lyrics : | Tanjib Sarowar |
| Music : | Tanjib Sarowar |
| Label : | Dhruba Music Station |
Dube Dube Lyrics (ডুবে ডুবে):
তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত...
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।
ডুবে ডুবে লিরিক্স - তানজীব সারওয়ার :
Tumi na dakle asbo na
Kache na eshe valo vasbo na
Durotto ki bhalobasha baray
Naki chole jaowar bahana banay
Durer akash neel theke laal
Golpota purono
Dube dube bhalobashi
Tumi na bashleo ami bashi
Dube dube valobasi
Tumi na basleo ami basi
Thank You For Read .......
Related Posts
Subscribe Our Newsletter

0 Response to "Dube Dube Lyrics (ডুবে ডুবে) Tanjib Sarowar Song "
Post a Comment